ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

সাজেকে চাঁদের গাড়ি উল্টে নোয়াখালীর ৫ শিক্ষার্থী আহত

আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০১:০৭:৫০ পূর্বাহ্ন
সাজেকে চাঁদের গাড়ি উল্টে নোয়াখালীর ৫ শিক্ষার্থী আহত

প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জিপ) উল্টে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরে শিজকছড়া নামক স্থানে একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি ‘চাকা পাংকচার’ হয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা নোয়াখালী সরকারি মহিলা কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হন।

রাঙামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল-এএসপি) মাহমুদুল হাসান বলেন, দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে সাজেক ভ্যালি থেকে তিন কিলোমিটার দূরে চাঁদের গাড়ি উল্টে গিয়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের মাথা ফেটে আহত হয়েছে। তারা সবাই নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। 

আহতদের খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষাণিকভাবে সবার নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ