ঢাকা ০৫ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

​খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১২:২৯:৩০ পূর্বাহ্ন
​খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন তিনি। সেনাপ্রধানের সঙ্গে উনার সহধর্মিণী ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ছিলেন।’  

জানা গেছে, সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন সেনাপ্রধান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ