গুপ্তধনের নামে প্রতারণা, জাল টাকা-ডলারসহ প্রতারক গ্রেফতার
আপলোড সময় :
২৪-১২-২০২৪ ০৮:১৮:৪০ অপরাহ্ন
জাল টাকা-ডলারসহ গ্রেফতার কবির উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
নোয়াখালীর কবিরহাটে একলাখ ৩০ হাজার ডলার ও আড়াই লাখ টাকার জাল নোটসহ কবির উদ্দিন (৫১) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) নামে আরেক প্রতারক পালিয়ে গেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার কবির উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাটিরটেক গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
এরআগে সোমবার (২৩ ডিসেম্বর) রাতে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রাম থেকে আসামি কবির উদ্দিনকে আটক করে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী।
এসময় তার কাছ থেকে ১৩ বান্ডেল (এক লাখ ৩০ হাজার) জাল ডলার, ২৫০টি এক হাজার (আড়াই লাখ) জাল টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।
পলাতক আসামি মোহাম্মদ আতিক উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রামের আবদুর রবের ছেলে। তাকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নতুন দেশকে নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় ফেনী জেলার দাগনভূঞাঁ উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ইছহাক বাচ্চুর ছেলে মো. ইসমাইল হোসেন রুবেল (৩৫) বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
মো. ইসমাইল হোসেন রুবেল নতুন দেশকে বলেন, প্রতারক মোহাম্মদ আতিক উল্যাহর সঙ্গে ছয় বছর আগ থেকে আমার বাবার সঙ্গে সম্পর্ক। আতিক উল্যাহ গুপ্তধন পেয়ে তা বিক্রি করে বিপুল পরিমান ডলার আহরণ করেছে বলে আমার বাবাকে জানায়। এক পর্যায়ে সে ডলার দেওয়ার কথা বলে আমার বাবার কাছ থেকে দফায় দফায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
তিনি আরও বলেন, পরে ডলার না পেয়ে টাকার জন্য চাপ দিলে আতিক আরও ৭০ হাজার টাকা নিয়ে তার বাড়ি থেকে পূর্বের টাকাসহ সব ডলার বুঝে নিতে বলেন। সোমবার রাতে তার বাড়িতে গেলে তিনি দুই বান্ডেল জাল ডলার দেন। বিষয়টি বুঝতে পেরে সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় অভিযানের টের পেয়ে প্রধান আসামি আতিক পালিয় যায়। পরে তার ঘর থেকে এক লাখ ৩০ হাজার জাল ডলার ও আড়াই লাখ জাল টাকাসহ কবির উদ্দিনকে আটক করা হয়।
নতুন দেশ/জেএফ/.
কমেন্ট বক্স