ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​সা’দপন্থীদের বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০২:৩১:৪৫ অপরাহ্ন
​সা’দপন্থীদের বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগে সাথীদের ওপর সা’দপন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে নোয়াখালীতে ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বিক্ষোভ শেষে সূবর্ণচর উপজেলা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘তাবলীগ জামাতের উপর নগ্ন হামলা এবং তাবলীগের দাওয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি করার লক্ষ্যে বিগত পতিত সরকারের দোসররা এ নগ্ন হামলা চালিয়েছে। এতে ভারত ও ইসরায়েল পন্থী মাওলানা সা’দ দীর্ঘদিন যাবত তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র করছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

সমাবেশে মাওলানা আশরাফ আলী দিদার, মাওলানা ইসহাক আশরাফী, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা মোবাশ্বেরুল বারী, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইখতিয়ার,মাওলানা খালেদ সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

নতুনদেশ/জেএফ/.


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ