নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বাইরে তালা দিয়ে ভেতরে উৎপাদনরত সাড়ে তিন মণ পলিথিন ও কাঁচামাল জব্দসহ প্রতিষ্ঠান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীর ‘কেবি প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ নামক কারখানায় এ অভিযান চালনো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিয়া ইসলাম জুইন।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার বিষয়টি নতুন দেশকে নিশ্চিত করেন।
তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের গোপন খবরে ওই কারখানায় অভিযান চালানো হয়। বাইরে তালা দিয়ে ভেতরে পলিথিন উৎপাদন করছিল। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে অভিযোগের সত্যতা পেয়ে পরিবেশ সংরক্ষন আইনে ১৫ হাজার টাকা জরিমানা এবং ১৪০ দশমিক ৫০ কেজি (সাড়ে তিন মণ) পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিয়া ইসলাম জুইন বলেন, গত ১ অক্টোবর থেকে সুপারশপে এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার। সরকারের এই নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, পরিদর্শক মো. মিলন হোসেনসহ অন্যান্য কর্মচারী এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
২০০২ সালে ১ মার্চ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। তবে দেশে পলিথিনের ব্যবহার কমেনি; বরং গত দুই দশকের বেশি সময় ধরে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বাড়তে দেখা গেছে। এরপর সরকার ২০১০ সালে আরেকটি আইন করে। কিন্তু এই আইনও বাস্তবে কোনো কাজ দেয়নি।
পরে গত ২৭ অক্টোবর সচিবালয়ে এক বিশেষ সভাশেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেন।
নতুনদেশ/জেএফ/