ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​যৌনদৃশ্য নিয়ে যা বললেন তামান্না ভাটিয়া

আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৬:৪৮:৫৮ অপরাহ্ন
​যৌনদৃশ্য নিয়ে যা বললেন তামান্না ভাটিয়া বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক, নতুনদেশ.কম

ভারতীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া। দক্ষিণের সীমানা ছাড়িয়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এ নায়িকা।  সবশেষ তিনি যে সিরিজে অভিনয় করে সর্বাধিক চর্চিত হয়েছেন, তার নাম ‘লাস্ট’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, যৌনকামনা। এ সিরিজে নিজের শর্ত ভেঙেছেন তামান্না।

ক্যারিয়ারের শুরু থেকে তিনি স্থির করেছিলেন কোনো ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। এ কথা একাধিক সাক্ষাৎকারে বারবার জানিয়ে ছিলেন তিনি। তবে সে শর্ত ভাঙল। যখন ভাঙল, তখন তা খবরের শিরোনামে জায়গা করে নিল। তামান্নার দুই সিরিজ তাক লাগিয়ে দিয়েছিল ভক্তদের। জি কারদা ও লাস্ট স্টোরিজ় ২, যেখানে বোল্ড তামান্নাকে দেখে চমকে গিয়েছিলেন সকলেই। 

সাহসী দৃশ্য আর বিতর্ক থাকবে না, তা কি হয়? তামান্নাকেও ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাষায় আক্রমণ সহ্য করতে হয়েছিল। একবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছিলেন অভিনেত্রী তামান্না। বারখা দত্তের সঙ্গে সাক্ষাৎকারে তামান্না জানিয়ে ছিলেন, ২০২৩ সালেও মানুষ এভাবে মানুষকে আক্রমণ করতে পারে ভেবেই তিনি আঁতকে উঠেছিলেন।

অনস্ক্রিন চুমু না খাওয়ার যে সংকল্প করেছিলেন বিজয় বর্মার সঙ্গে সে চুক্তি ভেঙেছেন নিজের ইচ্ছেতেই। তামান্না এও জানিয়েছেন, যৌনতা নিয়ে অনেক ছ্যুৎমার্গ ছিল তাঁর।

পরিবারের সঙ্গে যৌনতা-যৌনদৃশ্য দেখতে বেশ অস্বস্তির মুখে পড়তে হত তাকে। তার কথায়, আমি এমন একজন ছিলাম, যে পরিবারের সঙ্গে বসে ওই সব দেখতে পারতাম না। এদিক ওদিক তাকাতাম। ক্যারিয়ারেও এক দীর্ঘ সময় যৌনতা নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হত আমায়। আমার কোনও ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে আমি এতদিন অভিনয় করিনি। 

তিনি আরও যোগ করেন, আমার কাছে এটি ছিল একটি সামাজিক ট্যাবু। আমি চাই না এখনকার দর্শকও এমনটা ভাবুক। আমি কিন্তু বেরিয়ে এসেছি ওই ভাবনা থেকে। শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে আমি রাজি। অনেক ধরনের কাজ করছি। অনেক ধরনের ছবিতে, অনেক রকমের চরিত্রে অভিনয় করছি।

এ ছবির মাধ্যমে তামান্না যে শুধুমাত্র শর্ত ভেঙেছেন, তা কিন্তু নয়। এ সিরিজের মধ্যে দিয়েই তিনি খুঁজে পেয়েছেন মনের মানুষকে। তিনি আর কেউ নন বিজয় বর্মা। এ সিরিজেই আলাপ তাদের, সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম…প্রেম স্বীকারও করে নিয়েছেন দুজনেই। এখন চুটিয়ে প্রেম করছে এ জুটি। বিভিন্ন পেজ থ্রি পার্টিতে তাদের উপস্থিতি নিয়ে চর্চাও থাকছে তুঙ্গে।

জানা গেছে, ২০২৫ নাগাদ চার হাত এক হতে চলেছে এ জুটির। দু’জনের পরিবারই উদ্যোগ নিয়ে তাদের বিয়ের পরিকল্পনা করছেন। এমনকি বিয়ের প্রস্তুতিও নেয়া শুরু করেছেন তারা। এরইমধ্যে তামান্নার বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। সব কিছুতেই পরিবর্তন আনা হচ্ছে। শুধু তাই নয়, বিজয়ের সঙ্গে থাকার জন্য বিলাসবহুল আবাসনের খোঁজ করছেন তামান্না। বিয়ের আগে নতুন বছরের শুরুতে বাগদানও সারতে চলেছেন তারা।

নতুনদেশ/জেএফ/.


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ