সরকারি ভাতা পাচ্ছেন সানি লিওন!
আপলোড সময় :
২৩-১২-২০২৪ ০৬:৪৬:৩৪ অপরাহ্ন
বলিউড অভিনেত্রী সানি লিওন।
বিনোদন ডেস্ক, নতুনদেশ.কম
ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীদের জন্য মাসে ১ হাজার টাকা ভাতার ব্যবস্থা রাখে স্থানীয় সরকার। এ প্রকল্পটির নাম মাহতারি বন্দন যোজনা।
জানা গেছে, এ প্রকল্পের সদস্য তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনেরও। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি-মাসে ১ হাজার টাকা করে নিয়মিতভাবে ভাতা পেয়েছেন তিনি। একে একে ১০ হাজার টাকা ভাতা উত্তোলন করেছেন সানি! সে ভাতাগ্রহীতার স্বামীর নাম আবার জনি সিন্স।
এ ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। অনেকে মনে করেছেন, তারকা সানি লিওনের অর্থের এতই প্রয়োজন যে তাকে সরকারি নারী ভাতা গ্রহণ করতে হচ্ছে! এ নিয়ে শুরু হয় তদন্ত। জানা যায়, আদতে সানি লিওন নামে একটি একাউন্ট খুলে এ ভাতার সেবা নিচ্ছিলেন এক যুবক। ইতোমধ্যে প্রতারণার অভিযোগে বীরেন্দ্র যোশী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্রের খবর, সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে সে অভিযুক্ত ব্যক্তি একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন; সে অ্যাকাউন্টে খোলা হয়েছে মূলত অভিনেত্রী সানি লিওনের নামে। বলা বাহুল্য, এর সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পর্ক নেই।
ইতোমধ্যে সে অ্যাকাউন্টটি জব্দ করেছে প্রশাসন। পাশাপাশি এখনও পর্যন্ত ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত টাকা জমা পড়েছে। তা যাতে সরকারের ঘরে ফেরানো যায়। সে উদ্যোগ নেয়া হয়েছে।
নতুনদেশ/জেএফ/.
কমেন্ট বক্স