ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​বিসিএলে রেকর্ড সেঞ্চুরি জ্যোতির

আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৬:২৯:২৮ অপরাহ্ন
​বিসিএলে রেকর্ড সেঞ্চুরি জ্যোতির নারী বিসিএলের সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

খেলা ডেস্ক, নতুনদেশ.কম

রাজশাহীতে চলমান নারী বিসিএলের সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের লম্বা সংস্করণের ক্রিকেটে এটাই প্রথম কোনো ক্রিকেটারের সেঞ্চুরি।

রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের হয়ে এই সেঞ্চুরি করেন জ্যোতি। উত্তরাঞ্চলের বিপক্ষে ২১৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ২১৫ বলে ১৫৩ রানে। এই ইনিংস খেলার পথে ২০ চার ও ২ ছক্কা এসেছে জ্যোতির ব্যাটে।

বাংলাদেশে নারীদের লম্বা সংস্করণের ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। তার সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের ইনিংস থামে ৯ উইকেটে ৩৮৭ রানে।

নতুনদেশ/জেএফ/.


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ