ঢাকা ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

​নতুন মামলায় সালমান-আনিসুল-ইনু-মেননসহ আটজন গ্রেফতার

আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৬:২৬:০৩ অপরাহ্ন
​নতুন মামলায় সালমান-আনিসুল-ইনু-মেননসহ আটজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার পৃথক থানার চার মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননসহ আটজনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার সিএমএম আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন।

গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

এদিন আসামিদের আদালতে হাজির করে রাজধানীর যাত্রাবাড়ী, নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখান। এরপর তাদেরকে কারাগারে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া নিউ মার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

মোহাম্মদপুর থানাধীন এলাকায় শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

নতুনদেশ/জেএফ/.


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ