ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​সাড়ে চার মাস পর আরাফাতের মৃত্যু, শহীদ মিনারে জানাযা

আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৬:১০:১০ অপরাহ্ন
​সাড়ে চার মাস পর আরাফাতের মৃত্যু, শহীদ মিনারে জানাযা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের (১২) জানাযা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের (১২) জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ বিশিষ্টজনরা অংশ নেন।

জানাযায় ইমামতি করেন আরাফাতের বড় ভাই হাসান আলী । পরে একটি মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।



এর আগে রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ) হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন আরাফাত।

গত ৫ আগস্ট উত্তরা আজমপুর থানার সামনে পুলিশের গুলিতে আহত হয় আরাফাত। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সঙ্কটাপন্ন দেখে সেখানকার চিকিৎসকেরা সিএমএইচ-ভর্তির সুপারিশ করেন৷ সেখানেই সাড়ে চার মাস ধরে চিকিৎসাধীন ছিল আরাফাত। রোববার রাতে ম্যাসিভ হার্টঅ্যাটাক হলে মারা যায় আরাফাত।

নতুনদেশ/জেএফ/


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ