ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ২৯ ডিসেম্বর

আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৮:২৯:২৮ পূর্বাহ্ন
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ২৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরিবারের সদস্যদ ছাড়াও তার সঙ্গে যাচ্ছেন ব্যক্তিগত কর্মকর্তা ও মেডিকেল বোর্ডের কয়েকজন চিকিৎসক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন দেশকে বলেন, বেগম খালেদা জিয়ার যাওয়ার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ ডিসেম্বর তিনি লন্ডনে রওনা হবেন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় উঠবেন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে সেখান থেকে ‍উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার।

এর আগে গত ২ নভেম্বর লন্ডন যাওয়ার কথা ছিল বিএনপিপ্রধানের। তবে শেষ পর্যন্ত দীর্ঘযাত্রার ভ্রমণে মেডিকেল বোর্ড সায় না দেওয়ায় তার আর যাওয়া হয়নি। আবার অসুস্থ হয়ে পড়ায় ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশও স্থগিত করে দলটি।

তবে এর আগে সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে বিপুল সমাদৃত হন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা তার সঙ্গে কুশল বিনিময় করেন। বিগত কয়েক মাসে তিনি ব্রিটিশ হাইকমিশনার, চীন, সৌদি আরব ও পাকিস্তানের রাষ্ট্রদূতকে সাক্ষাৎ দেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও হৃদরোগে ভুগছেন।

নতুনদেশ/জেএফ/


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ