ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

নোয়াখালীতে স্বাস্থ্য সুরক্ষা দিবসে এনআরডিএসের নাগরিক সংলাপ

আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৯:২৬:৩৬ অপরাহ্ন
নোয়াখালীতে স্বাস্থ্য সুরক্ষা দিবসে এনআরডিএসের নাগরিক সংলাপ বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় খুঁজতে নোয়াখালীতে নাগরিক সংলাপের আয়োজন করা হয়েছে। নোয়াখালী রুরাল ডেভলপমকন্ট সোসাইটি (এরআরডিএস), জিক্যাপ ও এসডিজি অ্যাকশন এলায়েন্স যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

রোববার (২২ ডিসেম্বর) এনআরডিএস সেন্টারে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। 

এতে স্বাস্থ্যসেবা খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সেবা সম্প্রসারণ, ওষুধের মূল্য নিয়ন্ত্রণ, আর্থিক সুরক্ষা এবং সবার জন্য গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি উত্থাপন করেন প্রান্তিক নাগরিক প্রতিনিধিরা।

সংলাপে স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি, সুলভমূল্যে চিকিৎসা নিশ্চিতকরণ, মানসিক স্বাস্থ্যসেবার প্রসার এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাব করা হয়।



বক্তারা দাবি করেন, সরকারি হাসপাতালগুলোতে শয্যার স্বল্পতা, জনবল সংকট, ওষুধের অপ্রতুলতা এবং চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান চাপে নিষ্পেষিত হচ্ছে প্রান্তিক সাধারণ জনগণ।

এ জন্য কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান উন্নয়ন ও সম্প্রসারণের প্রস্তাব করা হয়। একইসঙ্গে দেশে কমপক্ষে ৩০ হাজার কমিউনিটি ক্লিনিক থাকা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন। 

এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি- বেসরকারি পর্যায়ের কার্যকর সমন্বয় এবং বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন। 

এফপিএবি'র পরিচালক ডা. নুরুল আলম লিটন বলেন, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবার গুণগত মান বৃদ্ধি পেলে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সেবা গ্রহিতার চাপ কমবে। 

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ২০৩২ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে সেবার মানোন্নয়ন, জনবল বৃদ্ধি এবং আর্থিক সুরক্ষা প্রদান জরুরি। এছাড়াও তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য বলে মন্তব্য করেন। 

বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা সেক্রেটারি আবু নাছের মঞ্জু, এনআরডিএসের কর্মসূচী সমন্বয়ক মনোয়ারা আক্তার মিনু প্রমুখ।

নতুনদেশ/জেএফ/


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ