ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

এপেক্স ক্লাব বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা নোয়াখালী

আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৩:৪৩:৫৮ অপরাহ্ন
এপেক্স ক্লাব বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা নোয়াখালী অতিথিদের সঙ্গে নোয়াখালীর বিজয়ীরা।

প্রতিনিধি, কক্সবাজার

এপেক্স বাংলাদেশের বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা মনোনীত হয়েছে 'এপেক্স ক্লাব অব নোয়াখালী'। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে  কক্সবাজারের হোটেল আরকাইনে ঠাকুরগাঁও জেলাকে হারিয়ে চ্যাম্পিয়নের এ গৌরব অর্জন করেছে তারা।

বিতর্কে জেলা চ্যাম্পয়নের পাশাপাশি নোয়াখালীর এপেক্সিয়ান আলা উদ্দিন সোহেল দেশসেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন। ফাইনালে নয় জেলার বিতার্কিকরা অংশগ্রহণ করেন। নোয়াখালী এরআগেও দেশসেরা হয়েছিল।

এপেক্স ক্লাব নোয়াখালীর সভাপতি এপেক্সিয়ান নজরুল ইসলামের তত্ত্বাবধানে বিতার্কিক ছিলেন, এপেক্সিয়ান আহমেদ উল্লাহ পারভেজ, এপেক্সিয়ান আলা উদ্দিন সোহেল, এপেক্সিয়ান দিবাশ্রী ভট্ট। বিতর্কিতদের সহযোগিতা করেন এপেক্সিয়ান হুমায়ুন কবির, এপেক্সিয়ান মোশারফ হোসেন রয়েল।

এর আগে টানা ছয়বার এপেক্স ক্লাব অব নোয়াখালী বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ২০২২ সালে 'এপেক্স ক্লাব অব নোয়াখালী' জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।



এপেক্স বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু বলেন, এপেক্স ক্লাব অব নোয়াখালী তাদের শৃঙ্খলা ও অধ্যাবসায় দিয়ে গৌরবের ধারাবাহিকতা ধরে রেখেছে। নোয়াখালী থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে অন্য জেলাও এ গৌরব অর্জন করতে পারে। আমি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান এনামুল হক বলেন, নোয়াখালী সত্যি অসাধারণ দক্ষতা দেখিয়ে বিতর্কে দেশসেরা হয়েছে। ফাইনালে সেরা দলগুলো অংশগ্রহণ করেছে। সকলেই অত্যন্ত ভালো নৈপুণ্য দেখিয়েছে।

বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও সারাদেশের এপেক্সিয়ানরা উপস্থিত ছিলেন।

নতুনদেশ/জেএফ/


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ