ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

জাতীয় ঐক্য টেকাতে হলে আ.লীগ-জাপাকে লাগবে: মোস্তফা

আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৯:১৪:০৯ অপরাহ্ন
জাতীয় ঐক্য টেকাতে হলে আ.লীগ-জাপাকে লাগবে: মোস্তফা
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ কিছু দলকে বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। বাদ দেওয়া দলগুলোর ৪০ শতাংশ ভোট রয়েছে দাবি করে জাতীয় পার্টির জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, এই ঐক্য টিকবে না।

শুক্রবার (৬ ডিসম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির ‘সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা’ দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মোস্তফা বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অথচ এই সরকারেই বৈষম্য। এই সরকার কাকে নিয়ে জাতীয় ঐক্যের সমাবেশের ডাক দিয়েছে। কাকে নিয়ে জাতীয় ঐক্য করছে। আওয়ামী লীগ-জাতীয় পার্টি, জাসদ, বাসদসহ অন্যান্য দলের এখনো ৪০ শতাংশ ভোটার সমর্থক রয়েছে। আওয়ামী লীগ-জাতীয় পার্টি ছাড়া জাতীয় ঐক্য করলে, সেই ঐক্য টিকবে না।’

ভারত প্রসঙ্গে জাপা নেতা বলেন, ‘আজকে ভারতের সাথে মুখোমুখি সম্পর্ক। আমাদের দেশে হিন্দু-মুসলিম সম্পর্ক হাজার বছরের। এই সম্পর্কের ফাটল সম্ভব না। আমাদের তিন পাশে ভারত। আমরা ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই। তারপরও আমাদের দূতাবাসে হামলা, জাতীয় পতাকা অবমাননা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ভারতকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানাই।’

মোস্তফা বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারও আওয়ামী লীগ, বিএনপির মতো গায়েবি মামলা দিয়ে, হামলা করে মানুষকে হয়রানি করছে। মানুষ মরছে দিনাজপুরে, আসামি করছে ঢাকায়। এভাবে গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে মানুষকে। কোনো পরিবর্তন নাই।’

রংপুরের সাবেক এই মেয়র বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আমলে সংবিধান সংরক্ষিত ছিল। তিনি তত্ত্বাবধায়ক সরকার রেখে, সংবিধানের ওপর বিশ্বাস রেখে ক্ষমতা হস্তান্তর করেছেন। সেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আওয়ামী লীগ বাতিল করেছে। জাতীয় পার্টি গণতন্ত্র রক্ষা করেছে এবং সংবিধান সংরক্ষণ করেছে।’

জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর আয়োজিত আলোচনা সভায় দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক। জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম।

আলোচনা সভায় জাতীয় পার্টি রংপুর জেলা, মহানগর এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের এবং বিভিন্ন ওয়ার্ডের নেতারা বক্তব্য দেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ