পরিত্যক্ত বাড়িতে পড়েছিল অস্ত্র, উদ্ধার করলো সেনাবাহিনী
আপলোড সময় :
১৮-১২-২০২৪ ০৫:৫৬:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
নোয়াখালীর সেনবাগের একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি এলজি, ছয়টি কার্তুজসহ দুটি ছোরা উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে সেনবাগ বাজারের পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।
নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্ণেল রিফাত আনোয়ার বিষয়টি নতুন দেশকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ৩৫ এসটি ব্যাটালিয়নের ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে যৌথবাহিনী অস্ত্রগুলো জব্দ করে সেনবাগ থানায় জমা দিয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, এ অস্ত্রের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নতুনদেশ/জেএফ/
কমেন্ট বক্স