ঢাকা ০৫ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

স্ত্রীকে খুন করে মরদেহের পাশে শুয়েছিলেন স্বামী

আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০২:০২:৪৬ অপরাহ্ন
স্ত্রীকে খুন করে মরদেহের পাশে শুয়েছিলেন স্বামী অভিযুক্ত মো. নাহিদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছুরিকাঘাতে স্ত্রী রিনা আক্তারকে (২২) হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. নাহিদ হোসেনের (২৬) বিরুদ্ধে। পরে তিনি মরদেহের সঙ্গে অচেতন অবস্থায় শুয়েছিলেন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সোনাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রাম এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, মো. নাহিদ হোসেন নেশাগ্রস্ত ছিলেন। তাকে আটক করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

নিহত রিনা আক্তার পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবলের বাড়ির নাদু মিয়ার মেয়ে। অন্যদিকে মো. নাহিদ হোসেন খুলনা জেলার রূপসা থানার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবারের লোকজন জানান, পাঁচ বছর আগে নাহিদের সঙ্গে রিনাকে বিয়ে দেওয়া হয়। তারা চট্রগ্রামে বসবাস করতো। দু'সপ্তাহ আগে হাতিয়া বেড়াতে আসে। নেশাগ্রস্ত নাহিদ টাকার জন্য রিনাকে প্রায়ই মারধর করতো। সোমবার রাতে নেশার ট্যাবলেট খেয়ে এসে রিনার সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে রিনার বুকে ছুরিকাঘাত করে তার পাশেই শুয়ে পড়ে নাহিদ।

সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা বলেন, খবর পেয়ে আশপাশের লোকজন এসে ঘাতক নাহিদকে আটক করে পুলিশে খবর দেয়। নাহিদ অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছে বলে পুকিশকে জানায়। এলাকাবাসী এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ আসামি নাহিদ হোসেনকে আটক করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী মামলা রুজু করা হবে।

নতুনদেশ/জেএফ/


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ