নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে তাজুল ইসলাম চৌধুরী স্বপনকে আহ্বায়ক ও মো. আবুল বাশারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফজলে এলাহী (ভিপি পলাশ) ও সদস্য সচিব জি এস আবদুজ্জাহের হারুনের সই করা চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো. জসীম উদ্দিন মেম্বার, নুর উদ্দিন, মো. আবু নাছের, শেখ আবদুল্লাহ, নিজাম উদ্দিন মাস্টার, মো. শাহজাহান মেম্বার, মিজানুর রহমান, শাহ মোহাম্মদ ইউসুফ, মো. ফারুক আজাদ, আবদুস সোবহান, আবদুল মোতালেব মঞ্জু, দেলোয়ার হোসেন জাহাঙ্গীর, মো. নুরুল হুদা, মাহমুদুর রহমান জায়েদ, সদস্য মো. আশরাফুল হক, মো. ফারুক, আবুল কাসেম, তাজুল ইসলাম, শেখ ফরিদ, মো. নুরনবী, মো. বেলাল, আলাউদ্দিন রাজন, মো. নুরুল আলম সিকদার, মো. নুরনবী, জাহাঙ্গীর আলম, মো. ইসমাইল, জয়নাল আবদীন, মো. সেলিম, মো. শহীদুল্লাহ, মনির আহমেদসহ ৫১ জন সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুনদেশ/জেএফ/