ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

নোয়াখালীর চরে আগুনে পুড়ে সাত দোকান ভস্মীভূত

আপলোড সময় : ১৪-১২-২০২৪ ১২:৩১:২৪ অপরাহ্ন
নোয়াখালীর চরে আগুনে পুড়ে সাত দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরে আগুনে সাত দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে হরনি ইউনিয়নের চরঘাসিয়ার জনতা বাজারে এ ঘটনা ঘটে। এতে দোকানঘরসহ নগদ টাকা, মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মো. সুজন নামের স্থানীয় এক বাসিন্দা নতুন দেশকে বলেন, ভোর সোয়া ৩টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা উঠতে দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় সাতটি দোকানের কিছুই রক্ষা করা যায়নি।



ব্যবসায়ীরা জানান, শীত থাকায় রাত ৯টার দিকে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে যে যার বাড়িতে চলে যায়। ভোররাতে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। আশপাশে কোথাও ফায়ারসার্ভিস না থাকায় কোনো মালামাল রক্ষা করা যায়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থার দাবি জানাই।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান নতুন দেশকে বলেন, অগ্নিকাণ্ডের খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নতুনদেশ/জেএফ/


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ