ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

সভাপতি একরাম, সম্পাদক নুরুল ইসলাম

কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০২:০৫:৩২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি একরামুল হক, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

প্রতিনিধিকোম্পানীগঞ্জ (নোয়াখালী)

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বসুরহাট মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. একরামুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে রামদী পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে সিরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. নূরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে থানারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুহাম্মদ আবদুল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক পদে শাহজাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আবুল হাশেম, কোষাধ্যক্ষ পদে রামপুর ফকিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. দেলোয়ার হোসেন এবং দপ্তর সম্পাদক পদে উত্তর পূর্ব চরকাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফয়েজ উল্যাহ বিজয়ী হয়েছেন।



নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উত্তর পূর্ব রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর উদ্দিন উৎসবমূখর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

তিনি নতুন দেশকে বলেন, মোট ৪৯৬ জন ভোটারের মাঝে ৪১৪ জন ভোটার প্রত্যক্ষ ব্যালটে তাদের ভোট প্রদান করেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নতুনদেশ/জেএফ/


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ