ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

ই-সিগারেটের আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের

আপলোড সময় : ১৩-১২-২০২৪ ১২:৩১:২৩ পূর্বাহ্ন
ই-সিগারেটের আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের

নতুন দেশ ডেস্ক

ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম বাংলাদেশে আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সকল পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ এর খসড়া অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হলেও খসড়াটি পুনরায় উত্থাপনের নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গৌরবান্বিত করবে মর্মে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছে উপদেষ্টা পরিষদ।

নতুনদেশ/জেএফ


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ