তিন কোটি টাকার লটারী জিতলেন প্রবাসী বাংলাদেশি
আপলোড সময় :
১২-১২-২০২৪ ০৯:২৭:০৭ অপরাহ্ন
প্রবাসী রুবেল হোসেন চাঁনহাজী।
নোয়াখালী প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে সোয়া তিন কোটি টাকার লটারী জিতেছেন রুবেল হোসেন চাঁনহাজী (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রুবেলের ভাই সাদ্দাম হোসেন বিষয়টি নতুন দেশকে নিশ্চিত করেন। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) আবুধাবির বিগবস লটারীতে ওই টাকা জিতেন রুবেল।
প্রবাসী রুবেল হোসেন চাটখিল উপজেলার হাট-পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ঘটলাবাগ গ্রামের চাঁনহাজী বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি সৌদি আরবের দাম্মাম শহরের ব্যবসায়ী।
সাদ্দাম হোসেন বলেন, আমাদের ছয় ভাইবোনের মধ্যে রুবেল হোসেন দ্বিতীয়। তিনি পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ২০০৮ সালে সৌদি আরব যান। সেখান থেকে ব্যবসায়ীক কাজে বিভিন্ন দেশে যান। গত ২৯ ডিসেম্বর শ্রীলঙ্কা থেকে ফেরার পথে দুবাই অবস্থানকালে পাঁচশ দেরহামের দুটি টিকেট কেনেন। বুধবার সেই টিকেটের লটারীতে ১০ লাখ দেরহাম জয়ী হন। যা বাংলাদেশী টাকায় তিন কোটি ২৫ লাখ।
রুবেল হোসেন এক ভিডিও বার্তায় বলেন, '২০২২ সালের অক্টোবরে আবুধাবিতে ঘুরতে গিয়েই আমি বিগ টিকেটের সাথে পরিচিত হয়েছি। সেই থেকে মাঝেমধ্যেই বিগ টিকেট কিনতাম। এ প্রথম লটারীতে এক মিলিয়ন দেরহাম জিতেছি। এ টাকায় আমি আমার এলাকার গরীব অসহায় মানুষজনসহ আত্মীয়-স্বজনকে সহায়তা করতে চাই।'
প্রতিনিধি/নতুনদেশ/জেএফ
কমেন্ট বক্স