ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

অবৈধ কার্যক্রম বন্ধে সহযোগিতা কামনা

সুবর্ণচরে নবাগত ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপলোড সময় : ১২-১২-২০২৪ ১২:৩১:২৪ অপরাহ্ন
সুবর্ণচরে নবাগত ইউএনও'র সঙ্গে  সাংবাদিকদের মতবিনিময়

সূবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সূবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকির সঙ্গে কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক আবুল বাসার, লিটন চন্দ্র দাস,  কামাল চৌধুরী,  আব্দুল বারী বাবলু, মো.  ইমাম উদ্দিন সুমন, মোজাহিদুল ইসলাম সোহেল, ছানা উল্যাহ, আরিফ সবুজ, আব্দু্ল আজিজ,  আরিফুর রহমান, ইব্রাহিম খলিল, হানিফ মাহমুদ, ইউনুছ শিকদার, আহসান হাবিব প্রমুখ।

এ সময় নবাগত নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি সুবর্ণচরের সার্বিক কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

সাংবাদিকরা সুবর্ণচরের অবৈধ ইটভাটা, বালু উত্তোলন, খাল খননসহ নানা বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এছাড়া উপজেলার উন্নয়নে উপজেলা প্রশাসনকে সঠিক তথ্য ও সংবাদ প্রকাশ করে সহযোগিতার আশ্বাসও দেন তারা।

নতুনদেশ/জেএফ


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ