দেশের একইঞ্চি মাটিও বেদখল হতে দেবে না বিএনপি: শাহজাহান
আপলোড সময় :
১১-১২-২০২৪ ০৯:৫১:২৬ অপরাহ্ন
বক্তব্য রাখছেন মো. শাহজাহান।
নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশকে নিয়ে অনেক গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন, কথিত বন্ধুরা আমাদের নিয়ে উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন। আমরা হুশিয়ার করে দিচ্ছি, দেশের একইঞ্চি মাটিও বেদখল হতে দেবে না বিএনপি।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী শহীদ মিনারে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. শাহজাহান বলেন, ভারত আমাদের প্রতিবেশি রাষ্ট্র। আমরা তাদের সঙ্গে শত্রুতা চাই না। তবে বাংলাদেশের একইঞ্চি মাটিও কেউ দখলের চেষ্টা করলে তার হাত ভেঙে গুঁড়িয়ে দিতে আমরা দ্বিধা করবো না।
তিনি আরো বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার কৃষকের উন্নতি হয়েছে। আগামীতেও রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে কৃষকের ন্যায্য অধিকার আদায়ে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করবে বিএনপি।
কৃষিঋণ মওকুফে দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, বর্তমান সরকারকে আমরা বলেছি বন্যা পরবর্তী কৃষকের পুনর্বাসন করতে হবে। যাদের কৃষিঋণ আছে তাদের ঋণ মওকুফসহ কৃষিপণ্য যাতে সহজলভ্য হয় সরকারিভাবে বিনামূল্যে সার সরবরাহের অনুরোধ করেছি।
মো. শাহজাহান বলেন, ফ্যাসিবাদের দোসরা ক্ষমতায় ফিরে আসার জন্য দেশি-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়ার জন্য কৃষক দলই যথেষ্ট। আমি মনে করি তারা যে কাস্তে হাতে ধান কাটে প্রয়োজনে সেই কাস্তে হাতে তারা লড়াইয়েও নামবে।
নোয়াখালী জেলা কৃষকদলের আহ্বায়ক ফজলে এলাহী পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লা বাহার হিরণ, পৌরসভা বিএনপির সভাপতি মো. আবু নাসের, কৃষকদলের জেলা সদস্য সচিব আব্দুজ্জাহের হারুন প্রমুখ।
কমেন্ট বক্স