খাগড়াছড়িতে ঘরে ঢুকে নারীকে হত্যা, আটক ১
আপলোড সময় :
০৬-১২-২০২৪ ০৮:৩৬:৫০ অপরাহ্ন
খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি রাণী দাশ (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগে রাসেল (২২) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাত ৮টার খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে চুমকি দাশকে হত্যা করে। এ সময় ভিকটিমের গলার হার ও কানের দুল নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত চুমকি একই এলাকার তপন কান্তি দাশের স্ত্রী।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতিবেশী সিএনজি অটোরিকশাচালক রাসেল চুমকির পুত্র প্রান্ত দাশের কাছ থেকে বেশ কিছুদিন আগে ৯০ হাজার টাকা ধার নিয়েছিল। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় প্রান্তের সঙ্গে রাসেলের বিরোধ সৃষ্টি হয়। হত্যার ঘটনার আগে রাসেল চুমকির সঙ্গে কথা বলতে তার বাসায় গিয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, আটক সিএনজিচালক রাসেল চুমকি দাশের ছেলে প্রান্ত দাশের কাছ থেকে টাকা ধার নেয়। দীর্ঘদিন হয়ে গেলেও সে টাকা পরিশোধ না করায় দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দুজনের মধ্যকার বিরোধের জেরে চুমকি দাশকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না সেটি জানা যাবে।
পুলিশ জানায়, চুমকিকে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারী। এসময় তার গলার হার ও কানের দুল চুরি করে নিয়ে যায়। চুমকি দাশের পুত্র প্রান্ত দাশ শীতের কাপড় নিতে বাসায় আসলে ঘরের মেঝেতে তার মায়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমেন্ট বক্স