এবি পার্টির চেয়ারম্যান পদে ৫ জনকে মনোনয়ন
আপলোড সময় :
১১-১২-২০২৪ ০১:৩৯:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
এবি পার্টির ১ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। কাউন্সিলে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষ। এতে চেয়ারম্যান পদে পাঁচজন ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য পদে (ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল-এনইসি) ৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে দলের আভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশন। কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. ওয়ারেসুল করিমের নেতৃত্বে গতকাল মঙ্গলবার যাচাই-বাছাই কার্যক্রম শেষ করে কমিশন।
কাউন্সিলকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের পাঁচজন নেতা। তারা হলেন, বর্তমান আহবায়ক প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, পার্টির সাবেক আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী, বর্তমান যুগ্ম আহবায়ক লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, বর্তমান সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া।
এছাড়া দলের গুরুত্বপূর্ণ পর্ষদ জাতীয় নির্বাহী কাউন্সিলের ২১ টি সদস্যপদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন মোট ৬১ জন। একজন প্রার্থীর ব্যপারে আপত্তি আসায় কমিশন সেটা যাচাই-বাছাই ও শুনানী শেষে তার মনোনয়ন বৈধ হিসেবে নিস্পত্তি করেছে।
ইতোপূর্বে ঘোষিত তফসিল অনুযায়ী ৯ ডিসেম্বর সোমবার ছিল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ ১১ ডিসেম্বর বুধবার মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি দাখিল ও ১২ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি বিষয়ে শুনানি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
২০২০ সালের ২ মে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। গঠনের সাড়ে ৩ বছরের মাথায় বহু কষ্টার্জিত সংগ্রামের পথ পেরিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশে চলতি বছরের ১৯ আগস্ট দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। চার বছর পেরুনোর আগেই এই প্রথম প্রস্তাবিত গঠনতন্ত্রের আলোকে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২২২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃত্বে এতদিন দলটি পরিচালিত হয়ে আসছিল। ১ম কাউন্সিল হিসেবে দলের চেয়ারম্যান পদে পাঁচজন এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ৬১ জনের প্রতিদ্বন্দ্বিতাকে দলের নেতারা গণতান্ত্রিক চর্চার দারুণ সূচনা হিসেবে দেখছেন। ইতিমধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভাগ ও জেলা সমূহে কর্মব্যস্ত সময় পার করছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে আশা করছেন তারা।
কমেন্ট বক্স