সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও চিনি উদ্ধার
আপলোড সময় :
০৬-১২-২০২৪ ০৮:৩২:০২ অপরাহ্ন
সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও চিনি উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করে। অপরদিকে লাক্কাতুড়া এলাকা থেকে পিকআপ ভর্তি ভারতীয় বুঙ্গার চিনি জব্দ করে পুলিশ। এসময় আটক করা হয় ২ যুবককে।
বৃহস্পতিবার ও শুক্রবার টানা ২ দিন পৃথক এ অভিযান পরিচালিত হয়।
জকিগঞ্জ ১৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ও শুক্রবার জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া এলাকা থেকে ১৬শ কেজি চিনি, ৬ হাজার ৯শ কেজি ভারতীয় পাউডার চিনি, ১ হাজার ১৫৬ পিস আতশবাজি, ২৫টি ফগ বডি স্প্রে, ৮ জোড়া খেলার বুট, ৭টি কম্বল আটক করে। উদ্ধার হওয়া পণ্যের বাজারমূল্য ৩৯ লাখ ৭ হাজার ২৮০ টাকা।
অপরদিকে শুক্রবার দুপুরে নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের লাক্কাতুড়া থেকে পিকআপ ভর্তি ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। আটক চিনির বাজার মূল্য প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
অভিযানে আটকরা হলেন- গোয়াইনঘাট উপজেলার পাতনী গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ইলিয়াছ আলী ও একই উপজেলার পূর্ব জাফলং মোহাম্মদপুর গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আল আমিন মিয়া।
কমেন্ট বক্স