ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​পরিবর্তন আসছে বাংলাদেশ ব্যাংক অর্ডার ও মুদ্রানীতিতে

আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৭:৪৮:৫৬ অপরাহ্ন
​পরিবর্তন আসছে বাংলাদেশ ব্যাংক অর্ডার ও মুদ্রানীতিতে

নিজস্ব প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংকে শক্তিশালী স্বায়ত্বশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এ পরিবর্তন আসতে পারে। এ নিয়ে আন্তর্জাতিক মূদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ‘রিভিউ মিটিং’ বা পর্যালোচনা সভায় আলোচনা হয়েছে। সভায় মুদ্রানীতিতে পরিবর্তন আনার বিষয়টিও আলোচনা হয়। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে এ সভা চলছিল।

বাংলাদেশ ব্যাংক মুখপাত্র হোসনে আরা শিখা সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংক অর্ডার ও মুদ্রানীতি পরিবর্তনের বিষয়ে ‘রিভিউ মিটিং’ এর সমাপনী সেশনে সরকারের অনুমোদন সাপেক্ষে চুড়ান্ত সিদ্ধান্ত আসবে। তখন বিস্তারিত জানানো হবে।

মুখপাত্র আরও জানান, বৈদেশিক মুদ্রার বিনিময় হার গত দুই মাস ধরে স্থিতিশীল রয়েছে। তারপরও ক্রলিং পেগ পদ্ধতি আবারও ফিরিয়ে আনা হবে কি না সেটিও আইএমএফ এর সঙ্গে আলোচনা হয়েছে। 

এছাড়াও আর্থিক খাতে সংস্কার, খেলাপি ঋণ ও মূল্যস্ফীতি নিয়ে সভায় আলোচনা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ