হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, চ্যাট হবে আরো আকর্ষণীয়
আপলোড সময় :
১০-১২-২০২৪ ০৭:২৮:২৬ অপরাহ্ন
প্রযুক্তি ডেস্ক :
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়তই আকর্ষণীয় ফিচার নিয়ে আসার চেষ্টা করে। এবার আরেকটি নতুন ফিচার নিয়ে এলো মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
নতুন এই ফিচার আসলে টাইপিং ইন্ডিকেটার্স। অর্থাৎ ওয়ান-অন-ওয়ান চ্যাট হোক কিংবা গ্রুপ চ্যাট, কেউ টাইপ করতে শুরু করলেই বাকিরা দেখতে পাবেন তিনটি বিন্দুর ‘বাবল’। যা বুঝিয়ে দেবে কে টাইপ করছেন।
শুধু তাই নয়, ওই তিনটি বিন্দুর পাশেই উঁকি দেবে সেই ব্যবহারকারীর প্রোফাইল ছবি। আইওএস এবং অ্যানড্রয়েড, দুই ধরনের ডিভাইসেই এই ফিচার থাকছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই পরিকল্পনা বলে জানা যাচ্ছে। বিশেষ করে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এই ফিচার বিশেষ ফলপ্রসূ হবে। এতে ব্যবহারকারীদের পক্ষে বোঝা সম্ভব হবে গ্রুপে এই মুহূর্তে কারা অ্যাকটিভ আছেন। ফলে ‘রিয়েল টাইমে’ ভাবনার আদান-প্রদান আরও সহজ হবে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ এনেছে আর এক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হল গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। এবছরের শুরুর দিকে এসেছিল চ্যাট ফিল্টার। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকি ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে।
যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ব্যবহারকারীর সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে।
কমেন্ট বক্স