ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​ঐশ্বরিয়া কি মা হচ্ছেন?

আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৬:৫৯:৩৫ অপরাহ্ন
​ঐশ্বরিয়া কি মা হচ্ছেন?

বিনোদন ডেস্ক :

প্রায় এক বছর হতে চলল। চারিদিকে একটাই খবর ডিভোর্সের পথে ঐশ্বরিয়া- অভিষেক। শোনা গিয়েছিল শ্বশুরবাড়ি ছেড়ে নিজের ফ্ল্যাটে গিয়ে থাকছেন নায়িকা। সঙ্গে মেয়ে আরাধ্যা বচ্চন। তবে এই ডিভোর্স প্রসঙ্গে কোনো কথা বলেননি তারকা দম্পতির কেউই।

যদিও রেগে গিয়ে পুত্র এবং পুত্রবধূর পক্ষ নিয়ে মন্তব্য করেন অমিতাভ বচ্চন। তারপর সব আলোচনা বন্ধ করলেন জুনিয়র বচ্চন এবং ঐশ্বরিয়া। সম্প্রতি পারিবারিক একটি অনুষ্ঠানে ফ্রেমবন্দি হন যুগলে। সেই ছবি দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের অনুরাগীরা।

এবার আরো এক নতুন খবর। শোনা যাচ্ছে আরাধ্যার নাকি ভাই-বোন আসছে। সম্প্রতি রীতেশ দেশমুখের ‘কেস তো বনতা হ্যায়’ শোয়ে এসে তারই আভাস দিয়েছেন অভিষেক।

এ সময় সঞ্চালক অভিষেককে প্রশ্ন করেন, ‘অমিতাভজি, ঐশ্বরিয়া, আরাধ্যা, আপনার নামও ‘এ’ অক্ষর দিয়ে শুরু হয়। তাহলে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন কী ভুল করেছেন?’

অভিষেক জবাব দেন, ‘এটা আপনাকে তাদের জিজ্ঞাসা করতে হবে। তবে আমি মনে করি এটি আমাদের বাড়িতে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। অভিষেক, আরাধ্যা….’। তার পরেই অভিষেককে থামিয়ে দেন রীতেশ। আবার প্রশ্ন করেন, ‘আরাধ্যার পরে…’ অভিষেকও মজা করতে ভালোবাসেন।

অভিনেতা বলেন, ‘না, এখন আর নয়। পরবর্তী প্রজন্ম আসার পর দেখা যাবে।’ রীতেশের কথা শুনে রীতিমতো লজ্জায় লাল হয়ে যান জুনিয়র বচ্চন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রীতেশকে হুমকি দিয়ে বলেন তিনি অভিনেতার থেকে বয়সে এবং কাজে অনেকটাই সিনিয়র। তিনি যেন বুঝে কথা বলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ