ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

জিয়াউর রহমানের জীবন নিয়ে আসছে প্রথম উপন্যাস ‘কমল’

আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৫:৪৪:১৭ অপরাহ্ন
জিয়াউর রহমানের জীবন নিয়ে আসছে প্রথম উপন্যাস ‘কমল’ কমল উপন্যাসের লেখক আসিফ আহমদ

সাহিত্য ডেস্ক :

বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘কমল’ প্রকাশিত হচ্ছে চলতি মাসে। বইটির লেখক আসিফ আহমদ। তিনি জিয়াউর রহমানের জীবন, রাজনীতি, মানবিকতা ও সংগ্রামকে কেন্দ্র করে কাহিনি বুনেছেন। ইতোমধ্যে ‘কমল’ উপন্যাসের প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করছে অনুজ প্রকাশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী জুলিয়ান। 

এ ছাড়া গত ১৪ নভেম্বর চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্সে ‘কমল’ উপন্যাসের ট্রেলার রিলিজ অনুষ্ঠান হয়েছে। 

জানা যায়, বাংলাদেশে বইয়ের ট্রেলার রিলিজ এটিই প্রথম। তা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইয়ের ট্রেলারটি মুক্তি পায়। 

কমল উপন্যাসের লেখক আসিফ আহমদ বলেন, ‘আমি মনে করি জিয়াউর রহমানের জীবন ও কর্ম বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার জীবন নিয়ে অনেক কিছুই লেখা হয়েছে, তবে উপন্যাসের মাধ্যমে তার জীবনকে আরও গভীরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এ উপন্যাস লেখার মাধ্যমে আমি জিয়াউর রহমানের জীবনের অনেক অজানা দিক পাঠকদের সামনে তুলে ধরেছি। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক যোদ্ধা।’ 

পাঠকদের উদ্দেশ্যে লেখক বলেন, ‘২০২১-এ উপন্যাসটি লেখার চিন্তা মাথায় আসে। তারপর থেকে লেখা শুরু করে বিভিন্ন প্রেক্ষাপট পেরিয়ে ২০২৪-এ বইটি আমি তৃপ্তি নিয়ে লেখা শেষ করেছি। বাকিটা আমার পাঠক বলবেন। আশা করি পাঠক মহলে সাড়া ফেলবে।’

প্রকাশক আশরাফুল ইসলাম তুষার বলেন, ‘উপন্যাসটি শিগগিরই প্রকাশিত হবে। আসিফ আহমদের ‘কমল’ উপন্যাস বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। এই উপন্যাসটি পাঠকদের মধ্যে জিয়াউর রহমানের জীবন এবং কাজ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে। আমরা আশা করি, এই উপন্যাসটি হবে ইতিহাস ও সাহিত্যপ্রেমী পাঠকদের জন্য একটি মূল্যবান উপহার।’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ